পিবিএ, ময়মনসিংহ: ভালুকার চাঞ্চল্যকর ছাত্রী ধর্ষণ মামলার ১ নন্বর আসামী সাইফুল (৪০) ডাকাত মঙ্গলবার (৯ জুলাই) ভোর রাতে জেলা গোয়েন্দা ও ভালুকা মডেল থানা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। পুলিশ জানান, ঘটনার সময় উপজেলার হাতিবেড় গ্রামে তুহিনের বাড়ির নিকট ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি ডাকাত দল । এসময় ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ওই স্থানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথারী গুলি ছুড়ে।
ওই সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়ে। একপর্যায়ে ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পাইপগান ও ৩টি ছুড়ি উদ্ধার করেছে।
উল্লেখ্য, ভালুকা উপজেলার কৈয়াদী সোনাউলাহ স্কুল এন্ড কলেজের অস্টম শ্রেণীর ছাত্রী ওই গ্রামের হাবিবুর রহমান এর কিশোরী মেয়ে রুমি (১৪) ১৬ জুন স্কুলে যাওয়ার পথে একই গ্রামের মৃত জবেদ আলী ছেলে সাইফুল ইসলাম (৪০) ও ইয়ার মাহমুদের ছেলে রমজান আলী (৩০), পিছন থেকে তাকে জাপটে ধরে জোরপূর্বক রাস্তার পাশে জঙ্গলে নিয়ে গলায় চাকু ধরে ও এসিড নিক্ষেপের ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং তা ভিডিও করে রাখে।
বিষয়টি স্থানীয় ভাবে বিচার চেয়ে ব্যর্থ হয়ে ময়মনসিংহ পুলিশ সুপারের বিশেষ নির্দেশে ৩০জুন ভালুকা মডেল থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা(নং-৬২) রজু হয় ।পরবর্তীতে আসামীদের শাস্তির দাবীতে স্থানীয়রা এলাকায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করে ।
পিবিএ/কেএ/বিএইচ