শিক্ষককে গণপিটুনিতে হত্যা, সংঘাতে উত্তপ্ত খাগড়াছড়ি

ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাংচুর-অগ্নিসংযোগ: ১৪৪ ধারা জারি

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে কারিগরি স্কুল ও কলেজের শিক্ষককে গণপিটুনিতে নিহতের জেরে স্থানীয় পাহাড়ি-বাঙালিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঐ শিক্ষক নিহত হয়। আহত হয়েছে অসংখ্য।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির বিষয়টি খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান নিশ্চিত করেছেন।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রিপল বাপ্পি জানান, এক ব্যক্তিকে হাসপাতালে আনার পর পরিক্ষা-নিরিক্ষা করা হয়েছে এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ থামেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মাঠে টহল জোরদার করলেও সংঘর্ষে থামানো জানাচ্ছেনা।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মিটিংয়ে ব্যস্ত থাকায় কিছু সময় পর কল দিবেন বলে জানান।

আরও পড়ুন...