ধানের ন্যায্য দাম বৃদ্ধির দাবীতে মানববন্ধন

পিবিএ,নওগাঁ: উঠতি বোরো ধানের নায্য দাম বৃদ্ধির দাবীতে নওগাঁর ধামইরহাটে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষকরা। রবিবার বেলা ১২টার দিকে ধামইরহাট উপজেলা পরিষদের সামনে স্থানীয় সংগঠন ‘মানব সেবা’র ব্যানারে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।

ধানের নায্য দাম বৃদ্ধির দাবীতে মানববন্ধন
ধানের নায্য দাম বৃদ্ধির দাবীতে মানববন্ধন

অনুষ্ঠিত মানববন্ধনে চলাকালে সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ, ধামইরহাট এমএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ধামইরহাট পৌর কাউন্সিলর মুক্তাদিরুল হক, কৃষক আবুল কালাম, আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তরা নতুন বোরো ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। প্রতি মণ ধানে লোকসান হচ্ছে তিন থেকে চারশ’ টাকা। অন্যদিকে মৌসুমী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ধান কেনায় চরম বিপাকে পড়েছেন ধান চাষিরা। কর্মসূচি থেকে সরকারিভাবে বেঁধে দেওয়া দর নিশ্চিত করতে ধানের দাম বৃদ্ধি ও হাটগুলোতে প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন বক্তরা।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে কৃষক ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়।

পিবিএ/এসএ/আরআই

আরও পড়ুন...