ধানের ন্যায্য মূল্যের দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

 

পিবিএ,জাবি: কৃষকদের আবাদি ধানের নায্য মূল্যে প্রদানের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা সরকারের কাছে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করার দাবি জানিয়ে বলেন, কৃষক নায্য মূল্য না পেয়ে তার ধানে আগুন ধরিয়ে দিচ্ছে। মণ প্রতি ২০০ টাকা ক্ষতিতে ধান বিক্রি করতে হচ্ছে কৃষককে। ফলে পরিবার নিয়ে অসহায় জীবন যাপন করতে হচ্ছে তাদের। অথচ তারা আমাদের অন্নের যোগানদাতা।

এসময় সরকার ও রাজনীতি বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, একজন সচেতন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও একজন কৃষকের সন্তান হিসেবে আজকের এই প্রতিবাদ। কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে ন্যায্য মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করার জন্য।

ইতিহাস বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, আমরা চাই সরকার সুষ্ঠু নীতিমালা করে কৃষকের কাছ থেকে নায্য মূল্যে ধান ক্রয় করতে বাধ্য করুক ব্যবসায়ীদের।

পিবিএ/এসআই/হক

আরও পড়ুন...