ধানের ন্যায্য মূল্যের দাবীতে বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

পিবিএ,রংপুর: প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয়। হাটে হাটে ক্রয় কেন্দ্র। কৃষকের ধানের ন্যায্য মূল্যের দাবীতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। শনিবার (২৫মে) বাংলাদেশ সমাজ তান্ত্রিকদল (বাসদ) সকাল সাড়ে ১০ টায় রংপুর টাউন হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

ধানের ন্যায্য মূল্যের দাবী’তে বিক্ষোভ মিছিল
ধানের ন্যায্য মূল্যের দাবীতে বিক্ষোভ মিছিল

মিছিলটি প্রেসক্লাবের সামনে আসলে পুলিশ বাঁধা দেয়। এ সময় নেতা কমিদের সাথে পুলিশের বাক বিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে মিছিলের লোকজন সেখানেই বসে পড়ে এবং শ্লোগান দিতে থাকে কৃষককে এক হাজার ৪০ টাকা ধানের মূল্য দিতে হবে।

কৃষক শোষন সেখানে লড়াই হবে সেখানে। শ্রমিক শোষন যেখানে লড়াই হবে সেখানে। এই বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন, বাংলাদেশ বাসদের রাজশাহী জোনের আহবায়ক এ্যাভোকেট সাইফুল ইসলাম পল্টু, রংপুর জেলা সমন্বয়ক আব্দুস কুদ্দুস, গাইবান্ধা জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, কুড়িগ্রাম জেলা সমন্বয়ক এ্যাডভোকেট মঞ্জুসহ রংপুর বিভাগের বাসদের বিভিন্ন জেলা থেকে আগত নেতা কমিরা।

পিবিএ/এসআই/আরআই

আরও পড়ুন...