ধানের শীষে ভোট দেওয়ায় ‌‘পিটুনি’

পিবিএ,ঢাকা: ধানের শীষে ভোট দেওয়ায় এক ব্যক্তিকে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্জন হল কেন্দ্রে আজ শনিবার বেলা সোয়া ১০টার দিকে কার্জন হলের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ১০টার দিকে কার্জন হল কেন্দ্রে ভোট দেন ওই ব্যক্তি। ভোট দিয়ে বের হওয়ার পর বাইরে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর কাছে জানতে চান, তিনি কোন প্রতীকে ভোট দিয়েছেন। ওই ব্যক্তি ধানের শীষে ভোট দিয়েছেন বলতেই তাঁকে মারধর শুরু করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা তাঁকে মারতে মারতে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের দিকে নিয়ে যান।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...