ধামইরহাটে অটো রিক্সার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে অটো রিক্সায় ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে
উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত নেউটা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই
গ্রামের মৃত তমিজ উদ্দিনের স্ত্রী আইরন বিবি (৭৮) বাড়ীর পার্শে চেয়ার বসে ছিল।

এ সময় তার মেয়ের ছেলে গোল্ডেন হোসেন তার ভাড়ায় চালিত অটো রিক্সাটি বাড়ির সামনে
চাবি লাগানো অবস্থায় রেখে যায়। এ সময় গোল্ডেনের প্রতিবন্ধি ছেলে জাকির হোসেন
(৮) অটো রিক্সায় চড়ে চাবি অন করে এসকেলেটর সজোরে ঘোরাতে থাকে। তাৎক্ষনিক অটো
রিক্সাটি চালু হয়ে দ্রæত গতিতে সামনে ছুটে গিয়ে চেযার বসা বৃদ্ধা আইরন বিবিকে
আঘাত করে। এতে তার মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলে সে মারা যায়।
এব্যাপারে ধামইরহাট থানার ওসি মো.আব্দুল মমিন বলেন,অসাবধানতা বশতঃ প্রতিবন্ধি
ছেলের জন্য এ দূর্ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন
করা হয়েছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...