পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ার হোসাইন ও সঞ্চালনায় সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নুর উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, উমার ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক সাহাজন আলী, যুবলীগ নেতা জাবিদ হোসেন মৃদু, মহিলা সভা নেত্রী আনজু আরা, সাবুবুর রহমান সাবু, ছাত্রলীগ নেতা কাশ্মির আহমেদ প্রমুখ।
পিবিএ/রেজুয়ান আলম/এসডি