পিবিএ,ধামইরহাট: নওগাঁর ধামইরহাটে উলামা পরিষদের আয়োজনে প্রাণঘাতী করোনা ভাইরাসে সৃষ্ট সংকটের কারণে অসহায় ভাবে জীবন যাপন করা ১শত পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ধামইরহাট উলামা পরিষদের সদস্যবৃন্দরা অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন।
প্রতি প্যাকেটে রয়েছে ১৫ কেজি চাল, ৩ কেজি ছোলা বুট, ২ কেজি মশুর ডাল, ২ কেজি চিনি, ১ কেজি লবণ ও ২ লিটার সয়াবিন তেল।
এসময় উপস্থিত ছিলেন, উলামা পরিষদের সভাপতি মাওলানা মো. জাকারিয়া, সাধারণ সম্পাদক মাওলানা সুলতান আহমেদ, সহসভাপতি আব্দুল মালেক, সদস্য মুফতি বায়েজিদ আহমেদ, শহীদুল ইসলাম, ইউসুব হাবীব, মামুনুর রশীদ প্রমুখ।
পরে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষার্থে দেশ ও জণগনের মঙ্গল কামনার জন্য দোয়া করা হয়।
পিবিএ/রেজুয়ান আলম/এএম