পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে মঙ্গলবাড়ি বাজার এলাকায় হাসান জুয়েলার্সে রাতের আধাঁরে ইটের দেয়াল কেটে স্বর্ণের মালামাল চুরি হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত মঙ্গলবাড়ি বাজারে এই ঘটনা ঘটে। এতে ওই ব্যাবসায়ীর প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়।
দোকান মালিক এনামুল হাসান বলেন, প্রতিদিনের ন্যায় দোকানে তালাবদ্ধ করে রাতে বাসায় চলে যান। এর পরের দিন সকালে দোকান খুলে দেখি দোকানের একপাশের দেয়ালে সিঁধ কাটা। পরে চারদিক নজর দিয়ে দেখি সিন্দুকে তালা ভেঙে তাতে রাখা ২টি গলার চেইন, ২টি কানের দুল, ২টি আংটি, ২টি রুলি-বালা, ১শ ২০ পিচ নাকফুল, কুন্ডলী পাশা ৩ জোড়া, চাঁদির নুপুরসহ প্রায় ৪ ভরি সোনা খোয়া গেছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫-৬ লক্ষ টাকা।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন বলেন, খবর পেয়ে আমার পুরা টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে চুরির বিষয়ে এখনও লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আমরা তদন্দ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
পিবিএ/রেজুয়ান/এসডি