ধামইরহাটে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ইসমাইল হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল হোসেন আড়ানগর ইউনিয়নের বড়থা গ্রামের ছইফুল ইসলামের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ওইদিন সকালে নিহত ইসমাইল হোসেন সকলের চোখ ফাঁকি দিয়ে বাসার বাহিরে খেলা করার উদ্যেশে বের হয়। দীর্ঘক্ষণ তাকে কোথাও দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন যায়গাতে তার খোঁজ- খবর নেয়। তার কোন খোঁজ না পেয়ে দীর্ঘ কয়কঘন্টা পর বাড়ির পাশের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়। পরে ওই বাজারের পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলমের নিকট তাকে নেয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...