পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দিনের বেলা পুলিশ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মারাত্মক আহত হয়েছেন ৪ জন তাদের মধ্যে ২ জনকে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সদস্যের ভাই সাংবাদিক আকরামুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
ধামইরহাট থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত বীরগ্রাম দক্ষিণপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে বাবুল হোসেন (৫২) ও একই এলাকার মাহবুব আলম (৩২), সাইদুল ইসলাম (৩৮), বেলাল হোসেন, শহিদুল ইসলাম (৪৫) গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে বাবুল হোসেনের বাড়ীর দরজা ভেঙে বিবাদীগন লাঠি সোডা এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা বাবুল হোসেন কে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে। এতে বাবুল হোসেনের মাথায় ফেটে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের সৃষ্টি হয়। বাবুল হোসেন রক্ষার জন্য তার ছোট ছেলে আকরামুল ইসলাম, চাচাতো ভাই আফজাল হোসেন ও ভাতিজা শিপন এগিয়ে আসলে তাদেরকেও কোপাতে থাকে। এতে মোট ৪ জন আহত হয়। স্বামীকে রক্ষার জন্য বাবুল হোসেনের স্ত্রী লুতফিয়ারা (৪৫) এগিয়ে আসলে মাহবুব আলম লাঠি দিয়ে তাকে মারপিট ও শ্লীলতাহীর চেষ্টা করে। এছাড়া প্রতিপক্ষরা বাড়ীঘরে হামলা ও লুটপাট চালায়। গুরুতর জখমীদের হাসপাতালে নেয়ার চেষ্টা করলেও হামলাকারীরা বাধা প্রদান করে। পরে এলাকাবসীর সহায়তায় বাবুল হোসেন ও শিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পরিস্থিতি অবনতি হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে বাবুল হোসেনের ছোট ছেলে আকরামুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,ওই কৃষকের ছেলে আকরামুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। আসামীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
পিবিএ/রেজুয়ান আলম/এসডি