পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে রাতের আধাঁরে প্রবাসীর বাড়িতে ঢুকে গরু চুরি করে নিয়ে গেছে চোর। ৫ কিলোমিটার ধান ক্ষেতে গরুর পায়ের ছাপ লক্ষ করে চোরের বাড়িতে গিয়ে মিললো চুরি যাওয়া গরু। এদিকে এ ঘটনায় বাড়ি থেকে পালিয়ে গেছেন চোর।
জানা গেছে, ধামইরহাট পৌরসভার জয়জয়পুর গ্রামের মৃত ছয়েফ উদ্দিনের প্রবাসী ছেলে মাহমুদুল হাসান (৩৮) এর বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়ির মাটির দেয়ালে সিধ কেটে দরজার ভিতরের তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে চোর চক্র। পরে ওই বাড়ির গোয়াল ঘরে থাকা ৩টি গরুর মধ্য থেকে ১টি দামড়া গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। পরে ওই প্রবাসীর মা মধ্য রাতে উঠে দেখেন বাড়িতে সিধ কাটা। পরে তারা গোয়াল ঘরে লক্ষ করলে তাদের ১টি গরু চুরি হয়েছে বিষয়টি নিশ্চিত হন। চুরির ঘটনাটি জানাজানি হলে রাতেই গরুর পায়ের ছাপ লক্ষ করে উপজেলার উমার ইউনিয়নের সেকাইপুর গ্রামের ফজলু রহমানের ছেলে আব্দুর রশিদ (৩০) এর বাড়িতে থেকে গরুটি উদ্ধার করা হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান, এবিষয়ে এখনো থানায় কেহ কোন অভিযোগ করেনি তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
পিবিএ/রেজুয়ান আলম/এসডি