পিবিএ,ধামইরহাট (নওগাঁ): মুজিব বর্ষের স্লোগানে, ৩টি করে গাছ লাগান” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার সকাল ১০ টায় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে গাছের চারা লাগিয়ে এই কার্যক্রম চালু করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে দেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রাণের লক্ষে মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিনমাস ব্যাপি বৃক্ষরোপণ কর্মসুচির আওতায় আজ সকালে বাংলাদেশ ছাত্রলীগ, ধামইরহাট উপজেলা শাখার সভাপতি মো. আবু সুফিয়ান হোসাইন এর নেতৃত্বে ও ছাত্রনেতা ফারুক হোসেনের সহযোগীতায় এ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব পান্নু, প্রধান শিক্ষক আব্দুর রহমান, উমার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা কাশ্মির হোসেন, মাসুম বিল্লাহ প্রমুখ।
ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন জানান, জাতির ক্রান্তিলগ্নে মানুষের পাশে থাকা এবং পরিবেশ ও প্রকৃতি রক্ষার দৃপ্ত শপথ হউক মুজিব বর্ষের অঙ্গিকার। তারই প্রেক্ষিতে মুজিব বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ধামইরহাটের প্রতিটি ইউনিয় ও পৌরসভায় ১০০টি করে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০টি করে উপজেলায় মোট ৫ হাজার গাছের চারা লাগানো হবে।
পিবিএ/রেজুয়ান আলম/এসডি