পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে ৩টি গরুসহ আসলাম হোসেন (৬৫) নামের এক চোরকে আটক করেছে এলাকাবাসী। রবিবার মধ্যরাতে আড়ানগর ইউনিয়নের বল্লা ভগবানবাটি নামক এলাকায় এই চুরির ঘটনা ঘটে। আসলাম হোসেন ধামইরহাট পৌরসভার অন্তর্গত উত্তর চকযদু গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন (৪৫) তার নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে স্ত্রী সন্তান মিলে রাত ৯ টার দিকে শুয়ে পড়েন। পরে ওই রাতে আনুমানিক ২টার সময়ে সে তার গোয়াল ঘরে গিয়ে দেখেন চোরেরা বাড়িতে সিঁধকেটে তার ২টি গাভি ও ১টি বকনা বাছুর চুরি করে নিয়ে যায়। পরে মোয়াজ্জেম হোসেন তার পরিবারের সদস্য ও এলাকাবাসীদের সহযোগীতায় রাতে বিভিন্ন স্থানে খোঁঁজাখুঁজি করার এক পর্যায়ে চুরি যাওয়া ৩টি গরুসহ চোর আসলাম হোসেন কে ওই এলাকার মাঠের পাশ থেকে আটক করেন এলাকাবাসী। এবং গণপিটুনি দিয়ে পরের দিন সকালে থানা পুলিশের কাছে চোরকে সোপর্দ করা হয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান, ৩টি গরু চুরির কথা চোর তার মুখে স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছিল।
পিবিএ/রেজুয়ান আলম/এসডি