লোটন আচার্য্য,পিবিএ, ধামরাই : ঢাকার ধামরাই উপজেলার আঞ্চলিক সড়কে সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) গাছকাটা অভিযান চলছিল। এ সময় অসাবধানতাবশত একটি গাছ ইজিবাইকের ওপর পড়ে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত পাঁচজন।
সোমবার দুপুরে কালামপুর-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের মাদারপুর মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কামারপাড়া মৃত ফজলুল হকের ছেলে মো. শামসুল আলম (৪৫), উপজেলার তেলিগ্রামের মোহন মিয়ার স্ত্রী আয়সা বেগম (৪৭), বাইপেল গ্রামের মো. কুমোর সরকারের ছেলে মো. নুরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী কহিনুর বেগম (৫৫) এবং বালি এলাকার মো. হজরত আলী (৪৯)।
কালামপুর-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের মাদারপুর মিলগেট এলাকায় সওজের গাছকাটা অভিযান চলছিল। এ সময় অসাবধানতাবশত একটি মেহগনিগাছ কাটছিল সড়কের ওই দুই ইজিবাইকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। এ সময় আহত হয়েছেন শিশুসহ অন্তত পাঁচজন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
সওজের উপপ্রকৌশলী মো. কামালউদ্দিন খান জানান, কালামপুর-মির্জাপুর আঞ্চলিক সড়কটির সংস্কারের জন্য ওই এলাকায় গাছকাটা অভিযান চলছে। এ সময় অসাবধানতাবশত মেহগনিগাছটি ওই দুই ইজিবাইকের ওপর পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান,বালিয়া-কাওয়ালিপাড়া আঞ্চলিক সড়কে গাছ কাটার সময় একটি গাছ ওই ইজিবাইকের উপর পড়ে। এসময় ঘটনাস্থলেই চার ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশের ওই কর্মকর্তা ।
প্রতিবেদক
উল্লেখ্য, কালামপুর-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কে সওজের গাছগাটা অভিযান চলছে। কিন্তু সেখানে তাদের কোনো নিরাপত্তাবলয় ছিল না।
পিবিএ/জেডআই