ধামরাইয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

পিবিএ,ধামরাই,ঢাকা: আমি আছি, আমি থাকব- ক্যান্সারের বিরুদ্ধে লড়ব’ প্রতিপাদ্য নিয়ে ঢাকার ধামরাইয়ে পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় শহরে একটি র‌্যালি ও আলোচনা সভা হয়।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র‌্যালিটি শুরু করে পৌর শহরের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর হাসপাতালের প্রশাসনিক ভবনে আলোচনা সভা হয়।
এতে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকারিয়া আল আজিজ বলেন, ‘ক্যান্সারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।’
এসময় মেডিসিন কনসালটেন্ট ডা. আতিকুর রহমান, সিনিয়র সার্জন ডা. নিহার বানু, ডার্মটোলজিষ্ট ডা. চিন্ময় সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

 

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...