পিবিএ,ধামরাই: ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের ঐতিহ্যবাহী রথ মেলায় পুলিশের উপস্থিতে চলছে লটারীর নামে জনগনের সাথে প্রতারনা । জানাগেছে , গত ৪ জুলাই থেকে ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথ মেলা উদ্বোধনের পর থেকে প্রকাশ্যে পুলিশের উপস্থিতে চলছে লটারীর নামে নানা রকম প্রতারনা ।
এ দিকে প্রশাসনের সহযোগীতায় দৈনিক স্বপ্ন প্রদীপ র্যাফেল ড্রর নামে একটি চক্র লটারীর টিকিট বিক্রি করে মেলা থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা অপর দিকে মেলায় আসা সাধরন জনগন লটারীর টিকিট ক্রয় করে হচ্ছে র্স্বশশান্ত ।
কয়েকজন সুবিধাভোগীর ব্যাক্তির শেল্টারে সিন্ডিকেট চক্রটি মোটরসাইকেল ,স্বর্নেরহার, ফ্রিজ , গাভী গরু ,মোবাইলের লোভ দেখিয়ে সাধার মানুষকে বোকা বানিয়ে লটারীর টিকিট বিক্রি করেই চলছে । প্রতিদিন ৮০ টি ভ্যান অটো দিয়ে মাইক বাজিয়ে ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পৌরসভার ভিতর লটারীর টিকিট বিক্রি করেই চলছে ।
লটারী সিন্ডিকেটের বিরুদ্বে কোন ব্যাক্তি প্রতিবাদ করতে শাহস পাচ্ছে না ভয়ে কারন তারা প্রভাবশালী ও স্থানীয় প্রশাসন রয়েছে তাদের পক্ষে। ধামরাই রথ মেলায় একটি সিন্ডিকেট চক্র প্রশাসনকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে অবৈধ এই লটারীর কার্যক্রম চালাচ্ছে ।
এই অবৈধ লটারীর ব্যাপারে ধামরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউ এন ও ) আবুল কালামের সাথে যোগাযোগ করে হলে তিনি অপরাধ বিচিত্রাকে বলেন , দ্রুত লটারী বন্ধ করে দেওয়া হবে। ্এলাকাবাসী দাবী অবিলম্বে ^ধামরাই থেকে অবৈধ লটারীর কার্যক্রম বন্ধের জন্য প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছে ।
পিবিএ/এএইচ/বিএইচ