ধামরাই-এর এমপি বেনজীরের হুঁশিয়ারি

এমপি বেনজীর আহমদ

পিবিএ,ঢাকা: নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ বলেছেন- সন্ত্রাস, মাদক বিক্রেতা , চাঁদাবাজ ও দখলবাজ যে দলেরই হোক না কেন কোন ছাড় দেয়া হবে না। একটি স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক উন্নয়নের আদর্শ উপজেলা হিসেব গড়ে তুলতে চাই। গতকাল মঙ্গলবার ১৫ জানুয়ারি উপজেলা পরিষদ ভিআইপি অডিটোরিয়ামে ঢাকা-২০,ধামরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এর সহিত উপজেলা পরিষদের জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ নির্বাচিত হওয়ার পর এই প্রথম উপজেলা পরিষদে আগমন উপলক্ষে উপজেলা পরিষদের জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা এমপিকে ফুলদিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

পরে এক মতনিবিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। এ সময় তিনি আরো বলেন, দুর্নীতি ও মাদক মুক্ত বাংলাদেশ চাই। জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা স্বচ্ছ থাকলে আপরাধ কমে যাবে। তিনি আরো বলেন, সততার সহিত কাজ করতে হবে এ ক্ষেত্রে প্রশাসনে কোন হস্তক্ষেপ থাকবে না। বিশেষ করে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের বেতন বৃদ্ধি এমনকি জনপ্রতিনিধিদের ও সম্মানী ভাতা বাড়ানো হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন বিদেশে অনেক মন্ত্রীর ব্যাংক একাউন্ট নেই। আছে শুধু সততা তাই আমাদেরকে সততা নিয়ে কাজ করতে হবে।

মামলা প্রসঙ্গে তিনি বলেন, অবৈধভাবে জমি দখল অর্থ্যাৎ অনেকেই নিজের স্বার্থ হাসিলের জন্য থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এক্ষেত্রে তদন্তপূর্বক যাচাই বাছাই ব্যবস্থা নিতে হবে।

এলাকায় বিভিন্ন টেম্পু ষ্ট্যান্ডে কোন দখল ও চাঁদাবাজী চলতে দেয়া হবে না। টেম্পুর মালিকরা যাতে নির্বিগ্নে চলতে পারে তার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে নদীতে অবৈধ ড্রেজার শুধু বন্ধ নয় তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে।

নেতাদের বিরেুদ্ধে মামলার ব্যাপারে বলেন, বিগত ৫ বছরে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও আওয়ামী লীগে নেতা সূয়াপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবের বিরুদ্ধে বিভিন্ন ঘটনা সাজিয়ে একাধীক মামলা দেয়া হয়েছে। এসব মামলার সত্যতা আছে কিনা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ধামরাই থানা অফিসার ইনচার্জকে বলেন। বিশেষ করে ঐতিহ্যবাহী রথমেলায় পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম কবিরকে হেয় করা জন্য নানা ষড়যন্ত্র করা হয়েছে এ বিষয়েও দেখার জন্য বলেন।

আইনশৃংখলা উন্নয়নের জন্য দক্ষিণ এলাকায় সূয়াপুরে একটি পুলিশ ফাঁড়ি করার জন্য সুপারিশ করবেন বলে মত পেশ করেন।

প্রাথমিক শিক্ষার ব্যাপারে পরিপত্র ছাড়া অর্থ্যাৎ নিয়মের বাইরে কোন কাজ না করার জন্য শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন।

সবশেষে এমপি বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এমন কাজ করলে তাকে কোন ছাড় দেয়া হবে না।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তা, সহকারী কমিশনার(ভূমি) নাহিদ হাসান, থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাইশাকান্দা ইউপি চেয়ারম্যন মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, ধামরাই প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও ধামরাই নিউজ২৪ ডটকমের সম্পাদক আনিস উর রহমান স্বপনসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়াম্যানবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। এসময় জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পিবিএ/এএম

আরও পড়ুন...