ধুনটে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, শ্যালক ও দুলাভাই গ্রেফতার

পিবিএ,ধুনট (বগুড়া): বাল্যবিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় বগুড়ার ধুনট উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরনের এক মাস পর গাজিপুরের আশুলিয়া উপজেলার জিরাবো এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে একটি ভাড়াবাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

একই সময় ওই বাসা থেকে স্কুলছাত্রী অপহরণ মামলার আসামী ধুনট উপজেলার ছোট চিকাশি গ্রামের রোমজান আলীর ছেলে তরিকুল ইসলাম (১৯) ও তার দুলাভাই একই গ্রামের কটু মোল্লার ছেলে তাহেরুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে তরিকুল ইসলাম ওই মামলার প্রধান আসামী।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ছোট চিকাশি গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। একই গ্রামের রোমজান আলীর ছেলে তরিকুল ইসলামের (১৯) সাথে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্ত মেয়ের বয়স না হওয়ায় তাকে বিয়ের প্রস্তাবে রাজী হয়নি স্কুলছাত্রীর বাবা। এতে মেয়ে পক্ষের উপর ক্ষুব্ধ হয়ে উঠেন তরিকুল ও তার পরিবারের লোকজন।

এ অবস্থায় ২২ আগষ্ট সন্ধ্যার দিকে ওই স্কুলছাত্রী বাবার বাড়ি থেকে প্রতিবেশী চাচার বাড়ির দিকে রওনা হয়। এসময় তরিকুল ও তার পরিবারের লোকজন স্কুলছাত্রীকে অটোরিকশায় তুলে অপহরণ করেছে। এ ঘটনায় পরের দিন স্কুলছাত্রীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দেন।

এদিকে থানা পুলিশ দীর্ঘদিন চেষ্টা করে স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি। ফলে মেয়ের বাবার অভিযোগটি ১৪ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে থানায় মামলা হিসেবে রেকর্ডভুক্ত করেন। ওই মামলায় তরিকুল ইসলাম ও তার বাবা রোমজান আলীসহ ৫জনকে আসামী করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গ্রেফতারকৃত আসামী তরিকুল ও তাহেরুলকে বৃহস্পতিবার দুপুরের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে ও অপহৃত স্কুলছাত্রীর জবাবন্দী রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে। এরআগে এই মামলার দুই আসামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করা হয়েছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...