কারিমুল হাসান, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে অবৈধ বালু উত্তোলনে, বিলীন হচ্ছে একেরপর এক ফসলি জমি। দির্ঘদিন ধরে উপজেলায় নিমগাছী ইউনিয়নের ফরিদপুর পূর্বপাড়া বাঙালি নদী থেকে উত্তোলন করা হচ্ছে বালু। অবৈধভাবে এ বালু উত্তোলনের ফলে ফসলি জমি যেমন নদি গর্ভে বিলীন হচ্ছে তেমনি হুমকির মুখে পড়ছে নদীর স্পার এলাকার বসত বাড়ি। আশঙ্কা করা হচ্ছে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হতে পারে শত শত মানুষ। স্থানীয়দের ধারণা প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ না থাকায় দিনের পর দিন এভাবে বালু উত্তোলন বেড়েই চলছে।
সরেজমিনে দেখা য়ায়, নিমগাছী ইউনিয়নের ফরিদপুর পূর্বপাড়া বাঙালী নদী থেকে ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে গভীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন গাবতলী উপজেলার বালিয়াদীঘী ইউনিয়নের রশিদ প্রামানিকের ছেলে ইউসুফ আলী । স্থানীয়রা জানান, প্রশাসনের নজর এড়াতে ইউসুফ আলী অধিকাংশ সময় রাতে বালু উত্তোলন ও বিক্রি করে থাকে। স্থানীয়দের দাবি যদি প্রশাসন অবৈধ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে স্থানীয় ভাবে মানববন্ধন করা হবে।
এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।