কারিমুল হাসান,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার (৩১ জুলাই) রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের নিমগাছি গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওই ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আব্দুল বাসেদ এর ছেলে হৃদয় (২৪)।
থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার জন্য পুলিশের একটি চৌকস দল উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পার্শ্ববর্তী নিমগাছি ইউনিয়নের নিমগাছি গ্রামের পূর্বপাড়া এলাকার জনৈক মহসিন নামের এক ব্যাক্তির বাড়ির পাশের একটি ইটের রাস্তার উপরে দুইজন ব্যাক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করতেছে। সেই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য তারা ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যাক্তি কৌশলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন সেখানে উপস্থিত অফিসার সঙ্গীয় পুলিশ সদস্যরা তাদের আটক করে। আটকের পর দেহ তল্লাশির একপর্যায়ে আশরাফুল ইসলামের কাছে থেকে ১০ পিস ইয়াবা ও হৃদয়ের কাছে থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পুলিশ আরও জানায় আশরাফুল ও হৃদয় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় থেকে ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্য কিনে এনে উপজেলার কয়েকটি ইউনিয়নের মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছিলেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর বৃহস্পতিবার বগুড়া বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।