কারিমুল হাসান,ধুনট (বগুড়া): বগুড়া ধুনট মাছ ধরতে গিয়ে মাহবুব পাইকার (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল অনুমান সাড়ে ৮টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের মাজবাড়ী গ্রামের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের গ্রামের মোজাহার পাইকারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মাছুম প্রামানিক জানায়, ঘটনার দিন ভোর ৬টার দিকে মাজবাড়ী গ্রামের পার্শ্ববর্তী ইছামতী নদীতে মাছ ধরতে যায় মাহবুব। পরে সে ফিরে না আসায় তাকে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যায়ে ইছামতি নদীতে তার ভাসমার দেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।