ধুনটে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ১৬ ভুয়া পরীক্ষার্থী আটক

কারিমুল হাসান,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটের ৩জনসহ পুলিশের কনস্টেবল পদে পরিক্ষা দিতে আসা ১৬ ভূয়া পরিক্ষার্থীকে গ্রেফতার করেছে বগুড়া জেলা ডিবি পুলিশ।

গতকাল রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় বগুড়া পুলিশ লাইন্সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৬ জনকে অভিযুক্ত করে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া জেলার সদর থানাধীন পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের ২য় তলায় পুলিশ সুপার জেদান আল মুসা’র অফিস কক্ষে অনুষ্ঠিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় সন্দেহজনক আচরণের কারণে ১২ জন অভিযুক্ত ব্যক্তিকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা প্রতারণা কথা স্বীকার করে। পরে তাহাদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রতারক চক্রের আরও ৪ সদস্যকে গতকাল রোববার (২৪ নভেম্বর) রাত্রি ১১টা ৩০ মিনিটে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৬টি ব্ল্যাংক স্ট্যাম্প এবং ২টি ব্ল্যাংক ব্যাংক চেক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার ধুনট থানাধীন নিমগাছী ইউনিয়নের ধামাচামা গ্রামের শিপন মিয়ার ছেলে সিয়াম সরকার (১৯), একই থানার চিকাশী ইউনিয়নের চাপড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সামিউল ইসলাম সিয়াম (২০), ওই থানার নলডাঙ্গা গ্রামের মঞ্জুরুল হকের ছেলে ফজলে রাব্বি (২০), সোনাতলা থানাধীন পূর্বতেকানী এলাকার আব্দুল মান্নানের ছেলে সৈকত মিয়া (১৯), শিবগঞ্জ থানাধীন মোস্তফাপুর এলাকার আবু তাহেরের ছেলে জিসান ইসলাম (১৯), সারিয়াকান্দি থানাধীন সোলার তাইড় এলাকার জহুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাকিব (২০), শিবগঞ্জ থানাধীন পার আচলাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রতন মিয়া (১৯), লক্ষীখোলা গ্রামের আজিজুল হকের ছেলে আবিদ হাসান (২০), সোনাতলা থানাধীন হলিদাবগা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে হাসিবুল হাসান ফাইম (১৯), শেরপুর থানাধীন শিবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান (১৯), গাবতলী থানাধীন গজারিয়া এলাকার তারাজুল ইসলামের ছেলে ফুয়াদ আলী (২০), সোনাতলা থানাধীন হলিদাবগা এলাকার মৃত আমির হোসেনের ছেলে শাহীন আলম (২০), শিবগঞ্জ থানাধীন খামটা বিষ্ণপুর গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে বুলবুল ইসলাম (৩১), গাবতলী থানাধীন সুখানপুকুর ইউনিয়নের চকডঙর গ্রামের মহাসিন আলীর ছেলে ফজলুল কবির ওরফে সোহাগ (৩৫), এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বোকদহ কলোনী এলাকার মৃত ইমান হোসেনের ছেলে আতিকুল ইসলাম (২৯), ও সাতানা বালুয়া গ্রামের মৃত আনতাজ আলীর ছেলে রাসেল (২১)।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ ট্রাফিক ও মিডিয়া উইং সুমন রঞ্জন সরকার সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৫ ঘটিকার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন...