কারিমুল হাসান, ধুনট, বগুড়া: বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জেরে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ তুলেছেন চাঁন মিয়া (৫৫) নামের এক ব্যাক্তি। তিনি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ফড়িংহাটা গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত মোহাম্মাদ আলীর ছেলে। টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ধুনট থানায় ৬ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করে।
অভিযুক্তরা হলেন, একই এলাকার আবু বক্করের ছেলে আব্দুল হামিদ, মৃত জেন্দা প্রামানিকের ছেলে আবু বক্কর, আব্দুল হামিদের ছেলে রাসেল প্রামানিক, আব্দুল হামিদের স্ত্রী লিপি খাতুন, আবু বক্করের স্ত্রী গোলে খাতুন, জহুরুল ইসলামের স্ত্রী কুলছুন আকতার ও আবু বক্করের ছেলে জহুরুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল ৩ নভেম্বর সকাল আনুমানিক ৭টায় চাঁন মিয়া ব্যবসায়ীক কাজের ৫০ হাজার টাকা নিয়ে তার মামার বাড়ি চৌকিবাড়ির দিকে রওনা হয়। রাস্তার পাশ দিয়ে তার জমি দেখতে দেখতে যাওয়ার সময় মাঝ পথে চাঁন মিয়ার উপর আব্দুল হামিদ ও তার ছেলে রাসেল আতর্কিত হামলা করে। দেশীয় অস্ত্র দেখিয়ে মারধর করে পাঞ্জাবির পকেট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
অভিযোগের বাদী জানায়, অতর্কিত ভাবে আমার উপর হামলা করে আমার পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। আমাকে ভবিষ্যতে জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। আমি আমার পরিবার নিয়ে বর্তমানে নিরাপত্তাহীতায় ভুগছি।
বিবাদী জানায়, পূর্ব শত্রুতার জেরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমার ছেলে ও নাতিকে মারার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় তারাই আমাকে মারার আক্রমণ করে। টাকা নেওয়ার অভিযোগটি মিথ্যা বানোয়াট।
ধুনট থানার ডিউটি অফিসার জানান, চানমিয়ার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।