কারিমুল হাসান,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামে এ আশঙ্কা দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে নিত্তিপোতা গ্রামের উত্তরপাড়া এলাকায় ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়। খেলা চলাকালিন গত ৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় ওই এলাকার তবির আকন্দের ছেলে সোবার আলী (৫৫) কে মারধর করে একই এলাকার বাদশা প্রামানিকের ছেলে ওবাইদুল হক। স্থানীয়দের ধারনা নির্বাচন কালিন পক্ষপাতিত্ব ও খেলা পরিচালনা কমিটি সংক্রান্ত জের ধরে মারধর করা হয়েছে। মারধরের ঘটনায় ধুনট থানায় অভিযোগ হলেও স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করেছে।
মারধরের ঘটনায় সোবার আলী জানায়, পূর্বের ঘোড়দৌড় খেলার জের ধরে নিত্তিপোতা গ্রামে ফুটবল খেলায় মারামারি হওয়ার সম্ভাবনা আছে বলে স্থানীয় দোকানের সামনে আলাপ করতে থাকে অনেকে। তখন সোবার আলী তাদের কে এমন ঘটনা না ঘটানোর জন্য অনুরোধ করে। কিন্তু ওবাইদুল হক তার কথা কর্নপাত না করে উল্টো সোবার আলীকে মারধর করে। এঘটনায় ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলেও জানান সোবার আলী। এবিষয়ে মুঠোফোনে ওবাইদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগে বর্নিত তথ্য সম্পূর্ন মিথ্যা। আমাকে ফাঁসানোর জন্য এসব সাজিয়ে অভিযোগ দিয়েছে।
সরজমিনে দেখা যায়, নিত্তিপোতা গ্রামে ফুটবল টুর্ণামেন্টে আজ শনিবার সমাপনী খেলা অনুষ্ঠিত হবে। খেলায় নিত্তিপোতা গ্রাম কৌশলে অন্য নামে নিজেদেরকে ফাইনালে রেখে খেলা পরিচালনা করছে। খেলাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ দেখা দিয়েছে নিত্তিপোতা গ্রামে। স্থানীয় অনেকের দাবি খেলাটি বন্ধ না হলে যে কোন মুহুর্তে পুনরায় মারামারি সহ আইন শৃঙ্খলার অবনতি হতে পারে।
ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আইন শৃঙ্খলার অবনতি হোক এটা কোন ভাবেই কাম্য নয়। কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।