ধুনটে বাদাম তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষীরা

কারিমুল হাসান,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে বাদাম তোলা ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। উপজেলার যমুনার চরাঞ্চলে নিয়মিত বাদাম চাষ হলেও একই উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউট নগর গ্রামের বাঙালি নদীর চরে কয়েক বছর ধরে বাদাম চাষ হয়ে আসছে।

সরজমিনে দেখা যায়, জমি থেকে গাছসহ বাদাম সংগ্রহ করে জমিতেই গাদা তৈরী করছে প্রান্তিক চাষীরা। ভালো ফলনের আশার প্রতি বারের ন্যায় এবারও বাদাম চাষ করেছেন ওই এলাকার কৃষক চাঁন মিয়া। বাদাম সংগ্রহ ও শুকানোর কাজে অনেকটাই ব্যাস্ত সময় পার করছেন তিনি।

কৃষক চাঁন মিয়া বলেন, প্রতি বছরের মত এবারও বাঙালি নদীর বালু চরে আমার ২বিঘা জমিতে বাদাম চাষ করেছি। এতে প্রতি বিঘায় ২০ হাজার টাকা করে খরচ হয়েছে। প্রতি বিঘায় বাদাম উৎপাদন হয়েছে ৬ থেকে ৭ মন। যা গত বছরের তুলনায় অনেকটাই কম। প্রতি মন বাদাম পাইকারি দরে ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আমাকে দেখে অনেকেই বাদাম চাষে আগ্রহী হচ্ছে বলেও জানান কৃষক চাঁন মিয়া।

আরও পড়ুন...