পিবিএ,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে শফিকুল ইসলাম (৫৫) নামে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শফিকুল ইসলাম উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামের বছির উদ্দিনের ছেলে।
জানাগেছে, পৈত্রিক জমিজমা নিয়ে শফিকুল ইসলামের সাথে তার বড় ভাই হবিবর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে ১৪ সেপ্টেম্বর দুপুরের দিকে দুই ভাইয়ের মাঝে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে হাবিবর রহমানের ছেলে পিয়াস হোসেন চাচা শফিকুল ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এ সময় শফিকুল ইসলাম আহত হোন। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শফিকুল ইসলামের মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে শফিকুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পিবিএ/আবু সুফিয়ান/এসডি