কারিমুল হাসান,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে শিহাবুল ইসলাম (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের ইউনুস আলীর ছেলে।
স্থানীয়সুত্রে জানা যায়, গত ১৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে নিজ বাড়ীতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে শিহাবুল। পরে তাকে অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত (শুক্রবার) অনুমান ১টার দিকে তার মৃত্যু হয়। টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে ঋণ দেনার মানসিক চাপ থেকে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।