ধুনট উপজেলা প্রশাসনের সাথে জামায়াত নেতাদের মতবিনিময়

কারিমুল হাসান,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছে জামায়াত নেতাদের মতবিনিময় করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পযার্য়ের দায়িত্বশীলগন এ মতবিনিময় করে।

পৃথক পৃথক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান, উপজেলা সহকারী কমিশন (ভূমি) নূরুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনিরুল সাজ রিজন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি ও মৎস্য কর্মকর্তা ওমর ফারুক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

এ সময় উপজেলা নায়েবে আমির ও চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার দুলাল। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল কারিম, উপজেলা কর্মপরিষদের সদস্য নিমগাছী ইউপি সাবেক চেয়াম্যান ইয়াকুব আলী মাষ্টার, সদস্য মাহমুদ আলম, তরিকুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, আব্দুল ওহাব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধুনট উপজেলা সভাপতি সজিব আহমেদসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...