আবু সুফিয়ান,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শনিবার দুপুরে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য দেন ধুনট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম হোসেন সরকার, সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম দুলাল, রেজাউল ইসলাম রেজা, ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, সদস্য আব্দুস ছালাম, আল আমিন তরফদার, ধুনট পৌর আ.লীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মন্টু, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ তারেক হেলাল, চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুঞ্জু, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহমেদ জেমস, গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহা আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামিল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান মজনু বলেন, সকল বিভেদ ভুলে নেতাকর্মীদের বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সংগঠন শক্তিশালী হবে, সাংগঠনিক কার্যক্রম গতিশীল হবে।
পিবিএ/এসডি