ধোনি বললেন ইনশাআল্লাহ, মেয়ে জিভার বললেন মাশাআল্লাহ

পিবিএ, খেলাধুলা : মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভার বয়স মাত্র চার বছর। তাতে কী? শুনলে অবাক হবেন! এ বয়সেই বেশ কয়েকটি ভাষা রপ্ত করে ফেলেছে সে।

ধোনী আর তার মেয়ে
ফাইল ছবি

এখন আইপিএল নিয়ে ব্যস্ত ধোনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। সেই ফাঁকে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ক্যাপ্টেন কুল।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন ভাষায় একমাত্র আদরের মেয়েকে ধোনি প্রশ্ন করছেন, তুমি কেমন আছো? সাবলীলভাবে জবাব দিচ্ছে জিভাও।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক একপর্যায়ে বাংলায় প্রশ্ন করেন। কেমন আছো জানতে চাইলে জিভা বাংলায় বলে, ভালো আছি। ভিডিওর শেষদিকে ধোনি বলে ওঠেন ইনশাআল্লাহ। উত্তরে মেয়ে বলে মাশাআল্লাহ।

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিপক্ষে লড়াইয়ে জিতেছেন ধোনি। হেসেখেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। স্বভাবতই খোশমেজাজে আছেন ভারতীয় সাবেক নেতা।

আগামীকাল মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে চেন্নাই। এখন সেই ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ধোনিরা।

পিবিএ/এমএস

আরও পড়ুন...