পিবিএ,নওগাঁ: নওগাঁয় ঢাকা থেকে প্রাপ্ত আরো ৭টি নমুনার ফলাফল পজেটিভ এসেছে। তবে মোট কত জনের নমুনা পরীক্ষায় ৭ জন পজেটিভ এখনো জানা যায়নি। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৬০ জনে দাঁড়ালো।
নতুন আক্রান্তের মধ্যে বদলগাছী উপজেলার পাহারপুর চাকলা গ্রামের ২৩ বছর বয়সের ১ জন, আত্রাই উপজেলার বাঁকা গ্রামের ৩৫ বছর বয়সের ১ জন। সাপাহার উপজেলায় কলমুডাঙ্গা গ্রামের ৩২ ও বেলডাঙ্গার ৪৮ বছরে ২ জন।রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স’র ৩২ বছরের ১ জন। নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্স’র ৪৮ ও ধাওয়াল গ্রামের ৪০ বছরের ২ জন। তাদের মধ্য ৩ জন মহিলা ৪ জন পুরুষ ২ জন স্বাস্থ কর্মী।বৃহস্পতিবার সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছে নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: মনজুর এ মুর্শেদ।
পিবিএ/ইউনুস আলী ফাইম/বিএইচ