পিবিএ, নওগাঁ : নওগাঁর মান্দায় করোনা উপসর্গ নিয়ে সোলাইমান কাজী (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোলাইমান কাজি উপজেলার পরানপুর ইউনিয়নের সুনাপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেলের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, গতকাল বুধবার শ্বাসকষ্ট, জ্বর ও ডায়েরীয়া নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয় সোলাইমানকে। এরপর অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশনে রাখা হয়। ভোররাতে দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, যেহেতু তার মধ্যে করোনার কিছু উপসর্গ ছিল তাই তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। রেজাল্ট আসলে জানাযাবে যে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।
পিবিএ/ সুমন আলী/মোআ