শামীনূর রহমান,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সহবস্থান করার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়, সম্প্রীতি ও শান্তি সভার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষক দল হাতুড় ইউনিয়ন শাখার আয়োজনে গাহলী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কৃষক দলের হাতুড় ইউনিয়ন শাখার সভাপতি রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
এ সময় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কৃষক দলের মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মামুনুর রশীদ মামুন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির হাতুর ইউনিয়ন শাখার সভাপতি পরিমল চন্দ্র বর্মণ, কৃষক দলের হাতুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল বলেন, রাজনীতি কোন মুসলিম বা হিন্দুদের জন্য আলাদা নয়। রাজনীতি মানুষের জন্য। এ দেশটি স্বাধীন করেছেন মুসলিম, হিন্দু, বৈদ্ধ, খ্রীষ্ঠান সকলে মিলে। তাই সকলের অধিকার সমান। সকলের রাজনীতি করবার অধিকার আছে।