পিবিএ,নওগাঁ: নওগাঁর নিয়ামাতপুরে শয়ন কক্ষে রোপেলা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার পানিশাইল দিঘীর পাড়া গ্রামের আনিছুর রহমানের স্ত্রী।
নিয়ামাতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত কওে পিবিএকে জানান, নিহত গৃহবধূর স্বামী চাকুরীর সুবাদে ঢাকায় থাকেন। আর গৃহবধূ এবং তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে বাড়িতে থাকেন। প্রতিদিনের ন্যায় গতকাল রাতে ছেলে মেয়ের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় রোপেলা। এরপর সকালে মায়ে উঠতে দেরি হলে মেয়ে মাকে ডাকতে যায়। এ সময় গৃহবধূ রোপেলাকে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
পিবিএ/বিএ/হক