নওগাঁর নজিপুর পৌর মেয়র লাঞ্ছিত

chairman pba
মেয়র রেজাউল কবির চৌধুরী
পিবিএ,নওগাঁ: নওগাঁর পত্নীতলায় আজ বৃহস্পতিবার সকালে সীমানা নিয়ে বিরোধের জের ধরে নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ জয়নাল আবেদনী বাবু নামে এক ইটভাটা ম্যানেজারকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে।
জানা গেছে, নজিপুর পৌর এলাকার ঠুকনীপাড়া মোড়ে ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম জাহাঙ্গীর আলমের ভাড়া নেওয়া জায়গায় হোটেল ব্যবসায়ী আমিনুল ইসলাম রাস্তার পাশে প্রাচীর তুলছিল। বৃহস্পতিবার পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী ঘটনাস্থলে গেলে এইচ,এম কোঃ লিমিটেড নামক ইট ভাটার ম্যানেজার জয়নাল আবেদীন বাবুর সাথে পৌর মেয়রের বাকবিতন্ডা শুরু হয় এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। বিষয়টি অবগত হওয়ার পর পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নাল আবেদীন বাবুকে নিরাপত্তা হেফাজতের নামে তুলে নিয়ে আসে।
এ বিষয়ে পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে পিবিএকে বলেন, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পিবিএ/বিএ/হক

আরও পড়ুন...