নওগাঁর মান্দায় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

bonduk-juddho PBA
প্রতীকী ছবি

পিবিএ, নওগাঁ : নওগাঁর মান্দায় ডিবি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আওরঙ্গজেব জেবু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার ভোরে উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাগানে এ ঘটনাটি ঘটে। নিহত আওরঙ্গজেব জেবু মান্দা উপজেলার দেলুয়াবাড়ী গ্রামের মৃত: নবির উদ্দিনের ছেলে।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএ’কে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক পিবিএ’কে জানান, আওরঙ্গজেবের বিরুদ্ধে প্রায় ১০টি মাদকের মামলা আছে। তার দেয়া তথ্য মতো ভোর ৪টার দিকে তাকে সাথে নিয়ে মান্দার ভারশোঁ ব্রিজ এলাকায় ডিবি পুলিশের টিম একটি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অপরদিক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। দুই দিকের গোলাগুলির মাঝে জেবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় এবং পুলিশের তিন সদস্য গুরুতর আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

পিবিএ/ বাবুল আখতার রানা/জেডআই

আরও পড়ুন...