নওগাঁর ‌পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নিহতদের একজন

পিবিএ,নওগাঁ: নওগাঁর ‌পত্নীতলার ট্রাকচাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার শিবপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর পোরশা উপজেলার কুশারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে রতন (২৮) ও একই গ্রামের আনিছুর রহমানের ছেলে সোহেল রানা (৩০)।

‌পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, কুশারপাড়া থেকে মোটরসাইকেলে করে মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন রতন ও রানা। মোটরসাইকেলটি শিবপুর মোড়ে পৌঁছলে বীপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেল টিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবকের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

পিবিএ/এম আর রাসেল/এএইচ

আরও পড়ুন...