নওগাঁয় আরো ৫ পুলিশ সদস্য ও চিকিৎসকসহ ১০ জন করোনা আক্রান্ত

পিবিএ,নওগাঁ: নওগাঁয় গত ২৪ ঘন্টায় ৫ পুলিশ সদস্য ও চিকিৎসকসহ ১০ জনের করোনা সনাক্ত হয়েছে। তারা হলেন, সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) ও দুই পুলিশসহ ৩জন, পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) ও কনেস্টবল, সাপাহারের ১জন, রাণীনগরে ১জন, বদলগাছীতে ১জন এবং নিয়ামতপুরে ১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত ৮০ জনে। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা:মঞ্জুর এ মোর্শেদ শুক্রবার (১৫ ম) বেলা ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় কয়েক ধাপে ২৬৭ জনের রিপোর্ট আসে আমাদের কাছে। এরমধ্যে ৫পুলিশ সদস্য ও ১জন চিকিৎসকসহ ১০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। করোনা সনাক্তরা হোম কোয়ারেন্টাইনে আছেন। তারা বর্তমানে সুস্থ আছেন এবং কোন উপসর্গ নাই। আমরা প্রায় সবারই সন্দেহমুলক নমুনা সংগ্রহের চেষ্টা করছি।

নমুনা সংগ্রহের পর রিপোর্ট আসতে কয়েকদিন সময় লাগে। এ সময়টুকু হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়। করোনায় আক্রান্তরা শতকরা ৮২ ভাগ হোম কোয়ারেন্টাইনে থেকে সুস্থ হয়ে যায়। যদিও সামান্য একটু জ্বর, সর্দি থাকে। দেখা যদি রিপোর্ট আসার পর তাদের তেমন আর উপসর্গ দেখা যায় না।
উল্লেখ্য,এরমধ্যে করোনা আক্রান্ত ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...