পিবিএ,নওগাঁ: নওগাঁর ধামইরহাটে এক ইটভাটার ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মোটর সাইকেল ও ব্যবহৃত হেলমেট রেখে ইটভাটা ম্যানেজার আব্দুল ওয়াদুদ (৩৫) কে অপহরণ করা হয়। অপহৃত ব্যক্তি মল্লিকপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। এ ব্যাপারে থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরী করা হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী পিবিএকে জানান, জেলার ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত বস্তাবর চৌঘাট এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ইটভাটার ম্যানেজার পদে কর্মরত ছিল আব্দুল ওয়াদুদ।
ইটভাটার অন্যতম স্বত্বাধিকারী আবু আহসান হাবিব পিবিএকে বলেন, ম্যানেজার মো.আব্দুল ওয়াদুদ প্রতিদিনের ন্যায় ব্যবসায় যাবতীয় কাজ শেষে করে গত রবিবার রাত ১০টা দিকে মোটর সাইকেলে যোগে নিজ বাড়ী পত্নীতলা উপজেলায় মল্লিকপুর গ্রামে যাওয়ার জন্য রওনা দেয়। পথে দিলালপুর-মল্লিকপুর গ্রামের মাঝখানে ফাঁকা রাস্তায় পার্শে¦ তার ব্যবহৃত মোটর সাইকেল,হেলমেট ও মোটর সাইকেলের চাবি রেখে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায় বলে ধারনা করা হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরও তার কোন হদিস মেলেনি। থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী আরো বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখছে পুলিশ। তাকে অপহরণ করা হয়েছে নাকি সে নিজে থেকে লুকিয়ে আছে। এ ঘটনায় নিখোঁজ ওয়াদুদের বাবা জিল্লুর রহমান পত্নীতলায় থানায় সোমবার (৩জুন) একটি সাধারণ ডায়েরী করেছেন বলেও জানান ওসি পরিমল।
পিবিএ/আর/আরআই