নওগাঁয় ইয়াবাসহ আটক ২

পিবিএ,পত্নীতলা(নওগাঁ): নওগাঁর পত্নীতলায় ১’শ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার নজিপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার নজিপুর মাষ্টারপাড়ার বাসিন্দা মৃত রিয়াজ উদ্দীনের ছেলে বেলাল হোসেন (৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি বেগম উরফে মুখপুরি (৪৫)।

নওগাঁর পত্নীতলায় ১’শ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার নজিপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় গোপন সং
বেলাল হোসেন(৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি বেগম উরফে মুখপুরি(৪৫)।

পুলিশ জানায়,র্দীঘদিন থেকে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে ইয়াবা বিক্রি কারার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।এসময় আটককৃত বেলাল হোসেনের দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির ডান টেপর হতে ৩০পিস ও ফেরদৌসি বেগম উরফে মুখপুরির ডান হাতে থাকা ৭০পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

এ বিষয়ে পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন,তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এরআগেও থানায় একাধীক মামলা রয়েছে। নতুন মামলা নথিভুক্ত করে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।

পিবিএ/এসএস/আরআই

আরও পড়ুন...