পিবিএ, নওগাঁ: র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়কের নের্তৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬মে) দুপুরে অভিযান চালিয়ে জেলার ধামইরহাট থানাধীন ধুরইল এলাকা থেকে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে।
আটককৃতরা হলেন, ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আবু হুজাইফা উজ্জল (২২) ও শাহ্জাহান আলীর ছেলে সাকিল হোসেন (২২)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন পিবিএ’কে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে তিনি জানান।
পিবিএ/এমআর /হক