পিবিএ,নওগাঁ: নওগাঁয় এক সাংবাদিক সহ আরো দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নবম দফায় এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখা দাঁড়ালো ১০৪ জনে সর্বচ্চ।ইতিমধ্য জেলায় ৬৩ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন। ২৪ মে বরিবার ৯টি নমুনার ফলাফলে ২টির নমুনায় করোনা পজেটিভ শন্তাক্ত হয়।আক্রান্তরা হলেন সিমা জোয়াদ্দার (৩৫) ও মাহাবুবুল হাসান মারুফ (৩৬) তারা দুইজনেই নওগাঁ সদর উপজেলার বসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: মনজুর এ মুর্শেদ।
সাংবাদিক মারুফ অনলাইন নিউজ র্পোটাল কালজয়ী ও দৈনিক বাংলাদেশের আলোর নওগাঁ জেলা প্রতিনিধি।এবিষয়ে মারুফ এর সাথে মুঠফোনে কথাবলে জানাগেছে,বর্তমানে তার শরিরে জ্বর, গলাব্যাথা,বোমি ও স্বাসকষ্ট কোনটায় নেই। রির্পোটে করোনা পজেটিভ এলেও শরিরে কোন উপসর্গ নেই। তিনি বাসায় হোম কোয়ারেন্টাইনে আছে এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।
পিবিএ/ইউনুস আলী ফাইম/এএম