নওগাঁয় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি

পিবিএ,নওগাঁ: ঘূর্ণিঝড় আম্ফান অতিপ্রবল বেগে ধেয়ে আসছে বাংলাদেশের দিকে।বর্তমানে এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।আম্ফান দেশের ৩৯০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে।

নওগাঁয় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি।সেই সাথে বুধবার সকাল থেকে শুরু হয়েছে হালকা ঝড়ো হাওয়া। তাতে স্থবির হয়েপরেছে জনজিবন।তুমুল ঝড় বৃষ্টির সম্ভবনায় ঘর থেকে বের হয়নি অনেকেই।আম্ফান সুন্দরবনের কাছ দিয়ে বুধবার (২০ মে) বিকেল/সন্ধ্যা মধ্য পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। তাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ১০ থেকে ১৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

পিবিএ/ইউনুস আলী ফাইম/এএম

আরও পড়ুন...