নওগাঁয় দুই পুলিশ সদস্যসহ মোট আক্রান্ত ৪৯জন

ইউনুস আলী ফাইম, নওগাঁ: নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৮৪ জনের নমুনা সংগ্রহ রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এর মধ্যে ৭২০ জনের রিপোর্ট এসেছে। যার মধ্য ৪৯ জনের ফলাফল পজেটিভ এসেছে। এবং বাকি ৫৬৪ জনের রিপোর্ট এখনো অপেক্ষমান।

গত ২৩ এপ্রিল জেলায় প্রথম রাণিনগর স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়। ৫ মে মঙ্গবার সন্ধায় নতুন ৩২ জনের ফলাফল পজেটিভ এসেছে সর্বমোট জেলায় আক্রান্তের সংখা ৪৯ জন। নতুন আক্রান্ত দের মধ্যে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও তদন্ত (ওসি), মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ২ জন, রাণিনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ১ জন মেডিকেল অফিসার, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ৩ জন,বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ১ জন স্বাস্থ্যকর্মী।

জেলার ১০ টি উপজেলায় ছরিয়ে পরেছে করোনা ভাইরাস বাদ রয়েছে সদর উপজেলা। জেনে নেয়াযাক কোন উপজেলায় কতজন আক্রান্ত, রাণিনগর ১৩, সাপাহার ১০,আত্রাই ৩, মহাদেবপুর ৮, পোরশা ১, মান্দা ২, ধামইরহাট ১, বদলগাছি ১, পত্নীতলা ২ ও নিয়ামতপুরে ৮ জন। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪৯১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: মনজুর এ মুর্শেদ।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...