পিবিএ,নওগাঁ: আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীন মেলার মধ্য দিয়ে নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান আলোচক ইসরাফিল আলম এমপি। এরপর দেবেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আরমা দত্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. খন্দকার নাসির উদ্দীন, বাংলাএকাডেমীর সাবেক মহাপরিচালক প্রফেসর সামসুজ্জামান খান, পুলিশ সুপার ইকবাল হোসেন আলোচনায় অংশ নেন।
এছাড়া অনুষ্ঠানে রবীন্দ্র গবেষক, সাহিত্যিক শিল্পীসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়ে আলোচকরা কবিগুরুর জীবনী ও সৃষ্টিকর্ম তুলে ধরেন। বর্তমান সমাজ ব্যাবস্থায় রবীন্দ্রনাথের সাহিত্য-দর্শনের আবিশ্যকতা ও গুরুত্ব তুলে ধরেন তারা।
পিবিএ/বিএআর/আরআই