নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

পিবিএ,নওগাঁ: নওগাঁয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
অদ্য শনিবার (১৫ আগষ্ট) সকালে শহরের মুক্তিরমোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অস্থায়ী বেদীতে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, জেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি মো. আব্দুল মালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অল-রশিদসহ আ’লীগের সকল অংগ সংগঠন, সরকারী বেসরকারী ও স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান, নওগাঁ জেলা প্রেসক্লাব, বেসরকারী উন্নয়ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অপরদিকে জেলা আ’লীগ দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর দলীয় কার্যালয় থেকে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আ’লীগ, যুব মহিলা লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে শহরে একটি বিশাল শোকর‌্যালী বের করা হয়।

কর্মসূচীর অংশ হিসেবে জেলা প্রশাসকের উদ্যোগে জেলার ১১টি উপজেলা থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের সমন্বয়ে আবৃত্তি, জাতির জনক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন এবং দেশাত্মবোধক সংগীত বিষয়ে ভার্চুয়াল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জেলা শিশু একাডেমী পৃথকভাবে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমী সংগীত এবং আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...