নওগাঁয় শিক্ষক নিয়োগ পরিক্ষা গ্রহনে বিলম্ব

পিবিএ,নওগাঁ: নওগাঁয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরিক্ষা নির্ধরিত সময়ের চেয়ে এক থেকে দেড় ঘন্টা বিলম্বে পরিক্ষা গ্রহন করা হয়েছে। কি কারণে বিলম্ব তার কোন সুনির্দীষ্ঠ কারণ জাননানি কর্তৃপক্ষ।


সকাল সাড়ে দশ টায় প্রাথমিকের এই শিক্ষক নিয়োগ পরিক্ষার সময় নির্ধারন থাকলেও জেলার প্রায় সব কেন্দ্রেই আধা ঘন্টাসহ নামাজগড় গাউছল আজম মাদরাসা, সীমান্ত পাবলিক স্কুল, হযরত খাদিজাতুল (রঃ) মহিলা মাদরাদা ও জনকল্যান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যথাক্রমে আধা ঘন্টা, এক ঘন্টা ও দেড় ঘন্টা বিলম্বে পরীক্ষা নেওয়া হয়।
বিলম্বের কারণ কি জানতে চাইলে নওগাঁর নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মহিউদ্দীন পিবিএ’কেজানান, বিলম্বের কারণ উর্দ্ধতন কর্ম কর্তারা ব্যাখ্যা করবেন। তবে স্থানীয় ভাবে কোন বিলম্ব করা হয়নি। নামাজগড় গাউছল আজম মাদরাসার কেন্দ্র সচীব পি, এম আদম আলী পিবিএ’কে বলেন প্রশ্নপত্র দেরীতে পাওয়াই পরীক্ষা এক ঘন্টা বিলম্বে গ্রহন করা হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য নওগাঁর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান কে অসংখ্য বার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...