পিবিএ,নওগাঁ: নওগাঁর পত্নীতলায় বালুবাহী ট্রাক্টর উল্টে জীবন রায় (২৩) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (৯ ফ্রেরুয়ারি) দুপুরে উপজেলার সম্ভুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জীবন রায় উপজেলার সম্ভুপুর গ্রামের ক্ষেতু রায়ের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে বালুবাহী টাক্টরটি বালু নিয়ে বাদরাম এলাকায় যাচ্ছিলেন সম্ভুপুর এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে টাক্টরটি উল্টে খাদে পরে যায়। এতে ট্রাক্টরে থাকা ট্রাক্টরটির হেলপার জীবন রায় চাপা পরে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে । আহত ব্যক্তিকে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিবিএ/এসএস/হক